DumDum Park : থিম সত্যান্বেষী, এবিপি আনন্দর ‘মননে সেরা‘র পুরস্কার জিতে নিল দমদম পার্ক তরুণ সঙ্ঘ
ABP Ananda LIVE : দমদম পার্ক তরুণ সঙ্ঘের পুজোর এবারের থিম, সত্যান্বেষী। সাহিত্যধর্মী থিমের মাধ্যমে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র ব্য়োমকেশ বক্সীকে তুলে ধরা মণ্ডপ সজ্জায়। গ্রাফিক নভেলের ধাঁচে ফুটিয়ে তোলা হয়েছে স্রষ্টা এবং তাঁর সৃষ্টিকে। এবিপি আনন্দর ‘মননে সেরা‘র পুরস্কার জিতে নিল দমদম পার্ক তরুণ সঙ্ঘ।
সন্ধ্যে হতেই বৃষ্টি শুরু, সঙ্গে প্রবল বজ্রপাত, জেলায় জেলায় হলুদ সতর্কতা, কাল আরও বাড়বে দুর্যোগ?
বঙ্গোপসাগরে আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। এরই মধ্যে দেবী বোধনের দু'দিন আগেই ফের বৃষ্টি কলকাতা এবং জেলায় জেলায়। যদিও বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ভিড়। সকাল থেকে কড়া রোদ থাকলেও সন্ধ্যের পরই মেঘ জমতে শুরু করে আকাশে। সঙ্গে প্রবল বজ্রপাত। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ। চতুর্থীতে তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে ফের নিম্নচাপের আশঙ্কা।
মায়ানমার এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্য স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তই পরিণত হতে পারে নিম্নচাপে। অন্যদিকে, উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল সেটি ক্রমশ শক্তি হারালেও, ফের আশঙ্কা-বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

















