Durga Puja 2025: এবছর ৮০ বছরে পা দিতে চলছে আলিপুর সর্বজনীন, এবারের থিম- 'চা-পান উতোর'
ABP Ananda LIVE : ৮০ বছরে পা দিতে চলেছে আলিপুর সর্বজনীন পুজো মণ্ডপ। দক্ষিণ কলকাতার এই পুজো মণ্ডপে থিমে থাকছে অভিনবত্ব। কী তাদের পুজোর থিম? কেমন চলছে প্রস্তুতি? ঘুরে দেখল এবিপি আনন্দ।মাত্র কয়েকদিন পরই পুজো!চারদিনের জন্য উমা আসবেন বাপের বাড়িতে! পুজো মানেই প্য়ান্ডেলে প্য়ান্ডেলে দেদার ঘোরা! আর জিরিয়ে নেওয়ার সুযোগ পেলেই সঙ্গে এককাপ চা! কেমন হবে যদি পুজো দেখতে গিয়ে সেই চায়ের ইতিহাস-ভূগোলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মেলে? দক্ষিণ কলকাতার আলিপুর সর্বজনীন পুজো মণ্ডপে এবার থাকছে সেই সুযোগ। ৮০ বছরে পা দেওয়া এই পুজো কমিটির এবারের থিম- 'চা-পান উতোর'! কীভাবে চা এল এই দেশে, কীভাবে তা ছড়িয়ে পড়ল, তাই পেন্টিংয়ের আকারে তুলে ধরা হচ্ছে মণ্ডপজুড়ে। সিনেমা থেকে বিনোদনজগত! রাজনীতি থেকে দৈনন্দিন জীবন। চায়ের বিচরণ সর্বত্র। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তাই থিম হিসেবে এই অভিনব ভাবনা।থিমের সঙ্গে সাযূজ্য রেখেই তৈরি হচ্ছে প্রতিমা।দক্ষিণ কলকাতার এই পুজো মণ্ডপ এবার নজর কাড়বে বলেই মনে করছেন উদ্য়োক্তারা।



















