Durgapur News : দুর্গাপুরকাণ্ডে মেডিকো নির্যাতিতার সহপাঠীর লিগাল টেস্ট করাতে চান তদন্তকারীরা
ABP Ananda LIVE : দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নির্যাতিতার সহপাঠী মেডিক্যাল ছাত্রই গ্রেফতার। ৭দিনের পুলিশ হেফাজত। মেডিকো লিগাল টেস্ট করাতে চান তদন্তকারীরা।
Durgapur Incident: 'সোনার বাংলা সোনারই থাকুক, আমরা ওড়িশা চলে যাব', আক্ষেপ নির্যাতিতার বাবার; বললেন, 'আর আসব না'
'এখানে সরকারি সুরক্ষা নেই।' মেয়েকে ওড়িশায় নিয়ে চলে যেতে চান। আগেই বলেছিলেন দুর্গাপুরে নির্যাতিতার বাবা। একইসঙ্গে যোগ করেছিলেন, 'এখানে তো ঔরঙ্গজেব শাসন চলছে। আমার ওড়িশা খুব ভাল। এখন অনুভব করতে পারলাম, পার্থক্যটা কী। পশ্চিমবঙ্গ আর ওড়িশার মধ্যে পার্থক্য কী।' একইভাবে মেয়েকে ওড়িশায় নিয়ে চলে যাওয়ার কথা এদিনও জানালেন নির্যাতিতার বাবা। তিনি আক্ষেপের সুরে বলেন, 'সোনার বাংলা সোনার থাকুক, আমরা ওড়িশা চলে যাব।' একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ন্যায়বিচারের আবেদনও জানালেন।
এদিন নির্যাতিতার বাবা বলেন, "আমি চাই, দোষীদের উপযুক্ত দণ্ড মিলুক। আমি বাংলা ছেড়ে চলে যাব। আমার সন্তানের ভবিষ্যৎ যা নষ্ট হওয়ার হয়ে গেছে, আপনাকে আমরা মিডিয়ার মাধ্যমে নিবেদন করছি, দোষীদের উচিত দণ্ড দিন। আর কিছু নেই। সোনার বাংলা সোনার থাকুক, আমরা ওড়িশা চলে যাব। আমার বহু আশা-ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম। তার তো যা হয়েছে, হয়েছে। আর কিছু বলার নেই। আমরা খুব দুঃখে আছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভভ বাংলা ছেড়ে চলে যাব। আমরা আর আসব না। আমি চাইছি না, আমার মেয়ের মতো বাংলায় আর কোনও মেয়ে ওইভাবে...আমার মেয়ের মতো শিকার হয়। এটাই আমার বক্তব্য। আমি চলে যাব।"


















