Ek Dozen Golpo: ৪ রাজ্যের ৫ উপনির্বাচনেই হার বিজেপির। Bangla News
৪ রাজ্যের ৫ উপনির্বাচনে দাঁত ফোটাতে পারল না বিজেপি! আসানসোল লোকসভাও তাদের হাতছাড়া হল। মহারাষ্ট্রের কোলাপুর উত্তর ও ছত্তীসগঢ়ের খৈরাগড় বিধানসভায় জিতেছে কংগ্রেস। বিহারের বোচাহানে জয়ী আরজেডি।
আগামীর রণকৌশল নাকি সরাসরি কংগ্রেসে যোগ? জল্পনা বাড়িয়ে ফের সনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক পিকে-র। কোনও প্রভাব পড়বে না, কটাক্ষ বিজেপির।
চার দিন পার। এখনও ধরা পড়েনি বেহালাকাণ্ডের মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। পুলিশ জানিয়ছে, বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।
ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! ঘটনা ধামাচাপা দিতে টাকার প্রলোভন! রাজি না হওয়ায় খুনের হুমকি দেওয়ার অভিযোগ! শোরগোল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকে। কাশীপুর থানায় অভিযোগ করেছেন মহিলা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
হাঁসখালি থেকে শান্তিনিকেতন বা কাকদ্বীপ। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিশিষ্টজনেদের একাংশ। পাশাপাশি, হাঁসখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র নিন্দা করা হয়। আজ প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্তি বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, কবি কাজি কামাল নাসের, অভিনেতা দেবদূত ঘোষ মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি জানান। তাঁদের অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকা উচিত নয়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
কারও মন্তব্যে বা কাজে দল অস্বস্তিতে পড়লে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজ বৈঠকে বসে তৃণমূলের নবগঠিত শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, শৃঙ্খলারক্ষা কমিটির প্রথম বৈঠকে এরকম একাধিক নির্দেশিকা তৈরি করা হয়েছে।
মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙলেন মত্ত চালক। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মদ কিনতে যাওয়ার প্রতিবাদ করাতেই হামলার অভিযোগ। হামলাকারীকে গ্রেফতার করেছে কালীতলা থানার পুলিশ। অন্যদিকে, শিবপুরের ফোরশোর রোডে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশকর্মীর।
পানিহাটিতে মাটির নীচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের কিশোরের। তার ভিত্তিতে চাঞ্চল্য ছড়ায় পানিহাটির নরসিংহ দত্ত রোডে। মাটি খুঁড়ে তল্লাশির পর অবশ্য কিছু পাওয়া যায়নি।