EK Dozen Golpo: বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ ঘিরে ফের জটিলতা।Bangla News
বাবুল সুপ্রিয়র শপথ ঘিরে ফের জটিলতা। রাজ্যপালের প্রস্তাব প্রত্যাখ্যান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের। বাবুলকে শপথবাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে প্রস্তাব রাজ্যপালের। স্পিকার থাকতে ডেপুটি স্পিকারের বিধায়কের শপথবাক্য পাঠ নজিরবিহীন। বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাতে সম্মত নই। রাজভবনকে চিঠি দিয়ে জানালেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।
স্পিকার থাকতে ডেপুটি স্পিকারের বিধায়কের শপথবাক্য পাঠ নজিরবিহীন। এটা করা মানে স্পিকারকে অপমানিত করা। বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাতে সম্মত নই। রাজভবনকে চিঠি দিয়ে জানালেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।
ঝড়ের দাপটে শিয়ালদা দক্ষিণ ট্রেন চলাচলে বিপত্তি। যাদবপুর-ঢাকুরিয়ার মধ্যে লাইনে গাছ পড়ে বন্ধ ট্রেন চলাচল। সন্ধে সাড়ে ৭টা থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ পরিষেবা। আরামবাগের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে ট্রেন চলাচল ব্যাহত। হাওড়া-বর্ধমান মেন লাইনে বৈঁচি স্টেশনের কাছে রেললাইনে গাছ পড়ে বিপত্তি। কর্ড লাইনে বেলমুড়িতে গাছ পড়ে কিছুক্ষণের জন্য বন্ধ ট্রেন চলাচল।