এক্সপ্লোর
Sheikh Shahjahan: আরও চাপে শেখ শাহজাহান! এখনও পর্যন্ত দায়ের হওয়া FIR-চার্জশিট চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ | ABP Ananda LIVE
শেখ শাহজাহানের চাপ আরও বাড়ল। শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও পর্যন্ত দায়ের হওয়া এফআইআর ও চার্জশিট চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মুখবন্ধ খামে সব এফআইআর ও চার্জশিট জমা দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। এফআইআর ও চার্জশিটে কপি চাইল ইডিও। 'বাকি মামলা তো আর্থিক দুর্নীতির নয়', তাহলে সেই এফআইআর ও চার্জশিটের কপি নিয়ে ইডি কী করবে? প্রশ্ন রাজ্যের। আর্থিক দুর্নীতির তদন্তের স্বার্থে বাকি অভিযোগও খতিয়ে দেখা প্রয়োজন, সওয়াল ইডির।
জেলার
'যাঁরা বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখে, তাঁদের উচিত শিক্ষা দেবেন না?', কাদের নিশানা অভিষেকের
আরও দেখুন



















