C V Anand Bose: অসুস্থ রাজ্যপাল, বোসের হার্টে ৩টি ব্লকেজ খবর হাসপাতাল সূত্রে
ABP Ananda Live: মালদা-মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফিরতেই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল। সিভি আনন্দ বোসের হার্টে ৩টি ব্লকেজ পাওয়া গেছে বলে কমান্ড হাসপাতাল সূত্রে খবর। রাজ্যপালের বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ব্যস্ত সফরের পর রাজ্যপালের কাঁধে হালকা ব্যথা বোধ করায় তাঁকে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রাজ্যপালের ব্যথা অনেকটা কমলেও, একদিনের জন্য রাজ্যপালকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা বলে জানিয়েছেন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। রাজ্যপালের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন মুখ্যমন্ত্রী।
ডেডলাইনই সার, যোগ্যদের তালিকা প্রকাশ করল না SSC
ডেডলাইনই সার, যোগ্যদের তালিকা প্রকাশ করল না এসএসসি। দাবি আদায়ে রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটল পুলিশ। রাতভর কমিশনের দফতরেই আটকে এসএসসির চেয়ারম্যান। মধ্যশিক্ষা পর্ষদেও চাকরিহারা শিক্ষাকর্মীদের ঘেরাও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, "যাঁরা যোগ্য বঞ্চিত শিক্ষক, সময়মতোই বেতন পাবেন। এসএসসি বলেছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। এখানে জলঘোলা করার কোনও ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে। রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা।"


















