Mamata Banerjee: ফুটপাথ দখল করে হকার-রাজ,উচ্ছেদ অভিযানের মধ্যেই সময় বাঁধলেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফুটপাথ দখল করে হকার-রাজ। অভিযানের মধ্যেই সময় বাঁধলেন মুখ্যমন্ত্রী। 'এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে, এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, কাউকে বেকার করার অধিকারও নেই', অভিযানের মধ্যেই সময় বাঁধলেন মুখ্যমন্ত্রী
ভোট পরবর্তী হিংসা নিয়ে লাগাতার রাজ্য সরকারের দিকে আঙুল তুলে আসছে বিজেপি। সেই নিয়েই রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু। বিষয়টি নিয়ে জল গড়ায় আদালত পর্যন্ত। রাজ্য জানায়, ১৪৪ ধারা জারি থাকায় রাজভবনের বাইরে ধর্নায় বসার অনুমতি দেওয়া যাবে না। এর পাল্টা বিজেপি-র তরফে অভিষেক বন্দ্যাপাধ্য়ায়ের দিকে আঙুল তোলা হয়। কয়েক মাস আগে অভিষেক রাজভবনের বাইরে অবস্থান কর্মসূচি করলে, শুভেন্দু কেন পারবেন না, প্রশ্ন তোলা হয়। (Calcutta High Court)
সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই এদিন আদালতে রাজ্য জানায়, রাজভবনের সামনে চার ঘণ্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু। রবিবার সকাল ১০টা থেকে চার ঘণ্টার জন্য তাঁকে অনুমতি দেওয়া যাতে পারে। এর পাল্টা শুভেন্দুর আইনজীবী জানান, শনিবার ধর্নায় বসতে চান বিরোধী দলনেতা। বিচারপতি অমৃতা সিনহা এর পর জানান, ৭ জুলাই যা কি না রবিবার, সেই দিন শুভেন্দুতে ধর্নার অনুমতি দেওয়া যেতে পারে।