IIM Joka Incident: IIM জোকার ক্যাম্পাসেই ধর্ষণের অভিযোগ, কোর্টে অভিযুক্তকে পেশ
ABP Ananda LIVE : IIM জোকার ক্যাম্পাসেই ধর্ষণের অভিযোগ, কোর্টে অভিযুক্তকে পেশ। ৭দিনের পুলিশ হেফাজত শেষ, কোর্টে পেশ করা হল অভিযুক্ত ছাত্রকে। 'গোপন জবানবন্দি দেননি অভিযোগকারিণী, হয়নি মেডিকো লিগাল টেস্ট', অভিযুক্ত ছাত্রের জামিন চেয়ে কোর্টে সওয়াল অভিযুক্ত ছাত্রের আইনজীবীর । অভিযুক্তের জামিনের বিরোধিতা সরকারি আইনজীবীর, জেল হেফাজতের আর্জি। 'অভিযুক্তের ঘর থেকে একাধিক জিনিস উদ্ধার, মিলেছে সিসি ফুটেজও। এখন জেল হেফাজত চাইছি, পরে প্রয়োজনে পুলিশ হেফাজত চাওয়া হবে', অভিযুক্ত ছাত্রের জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবীর।
বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠাল CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে এই পুলিশকর্মীদের নাম ছিল। CBI-এর চার্জশিটে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামা-চাপা দেওয়া ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়।



















