Birbhum News: বীরভূমের সিউড়িতে কংগ্রেসের জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিতেই কাটল বোর্ড গঠনের জট
Birbhum News: কংগ্রেসের জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিতেই কাটল বোর্ড গঠনের জট। বীরভূমের সিউড়ি ব্লকে আরও একটি গ্রাম পঞ্চায়েত দখল করল শাসকদল। ১৭ আসনের আলুন্দা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এলেও, প্রধান পদটি তফশিলি মহিলাদের জন্য সংরক্ষিত। তৃণমূলের মহিলা প্রার্থী হেরে যাওয়ায় বোর্ড গঠনে সমস্যা দেখা দেয়। গতকাল কংগ্রেসের জয়ী মহিলা প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় প্রধান পদ নিয়ে জটিলতা কাটে। আগামীদিনে আরও কয়েকজন বিরোধী প্রার্থী তাঁদের দলে যোগ দেবেন বলে দাবি করেছেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে শাসকদল ভয় দেখিয়ে যোগদান করাচ্ছে, প্রতিক্রিয়া কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদের।


















