Indian Railways: এবার থেকে ২ মাস আগে কাটা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট। ABP Ananda Live
Indian Railway: আর ৪ মাস নয়। এবার থেকে ২ মাস আগে কাটা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট। ১ নভেম্বর থেকে চালু নতুন নিয়ম। খুশি যাত্রীরা। দুর্ভোগ কমবে বলেই মত তাদের।
আরও খবর, অভয়া পরিক্রমা, দ্রোহের কার্নিভালের পর এবার গণস্বাক্ষর অভিযান। ফের ম্যাটাডোর আসতে বাধা দিচ্ছে পুলিশ, অভিযোগ জুনিয়র ডাক্তারদের। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবার ন্যায় বিচার যাত্রা । শনিবার সোদপুর থেকে ধর্মতলা ন্যায় বিচার যাত্রার ডাক জুনিয়র ডাক্তারদের । নাগরিক সমাজকে ন্যায় বিচার যাত্রায় যোগ দেওয়ার ডাক জুনিয়র ডাক্তারদের। কলকাতা থেকে জয়নগর, কৃষ্ণনগর, শনিবার রাজ্যজুড়ে নির্যাতন-খুনের প্রতিবাদ । নাগরিক সমাজকে রাজ্য জুড়ে ন্যায় বিচার যাত্রায় সামিল হওয়ার ডাক জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের গণস্বাক্ষর অভিযান ঘিরেও সংঘাত। ম্যাটাডোর আটকানোর অভিযোগ থেকে শুরু করে পুলিশের বিরুদ্ধে জরিমানা করার অভিযোগ। কর্মসূচির গাড়িগুলিকে চিহ্নিত করে। ১৫ হাজার টাকা জরিমানা করার অভিযোগ জুনিয়র ডাক্তারদের। 'বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ'। ১০ দফা দাবি আদায়ে স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। গণস্বাক্ষর অভিযান জুনিয়র ডাক্তারদের।