JU News:ছাত্র-কর্তৃপক্ষের বৈঠকের দিনই উত্তপ্ত যাদবপুর,ঘরের ভিতরে ওমপ্রকাশ,পাহারায় সাদা পোশাকের পুলিশ
ABP Ananda Live: সোমবার ক্যাম্পাসে সাদা পোশাকে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে প্রবেশ করল পুলিশ। ঢুকে গেল একেবারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভিতরে। ক্য়াম্পাসে পুলিশ ঢোকার তীব্র প্রতিবাদ করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা।এদিকে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিজেদের মধ্যে বৈঠকে বসে যাদবপুর কর্তৃপক্ষ। এরপর দুপুর ৩টের সময় পড়ুয়াদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও, ডেপুটেশন দিয়েই বেরিয়ে যান আন্দোলনকারীরা। ফলে, এদিনও কাটল না জট।
চা খেতে গিয়ে গুলিবিদ্ধ নিরীহ যুবক, কোথায় নিরাপত্তা? বেলঘরিয়ার ঘটনায় উঠছে প্রশ্ন
ডাক্তার দেখাতে গিয়ে দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হতে হল এক নিরীহ যুবককে। বেলঘরিয়ার শনিবারের ঘটনার পর আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না গুলিবিদ্ধ যুবক ও তার পরিবার। প্রশ্ন উঠছে, সামান্য চায়ের দোকানে গিয়ে যদি গুলিবিদ্ধ হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
চা খেতে গিয়ে গুলি খেতে হল। বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস। কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার। গুলিবিদ্ধ সন্তু দাসের বাবা গৌরাঙ্গ দাসের কথায়, "মানুষ রাস্তায় বেরোলে যে কী করবে, কী হবে, বাড়িতে ফিরবে কি আদৌ বলতে পারে না কেউ, যা দিনকালের অবস্থা পড়েছে। ওই তো ডাক্তারখানায় গেল, লেগে চলে আসল। দুশ্চিন্তা তো হবেই। একটাই ছেলে আমার।''




















