Jadavpur: বিশ্ববিদ্যালয়ের সবার কাছে দায়বদ্ধ,তাঁরা কী বলছে,ভাবছে সেটা গুরুত্ব দেব:অন্তবর্তী উপাচার্য
ABP Ananda Live: 'সৌগত রায় যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মত। উপাচার্যের উপস্থিতিতে ঘটেছে, যখনই গোলমালের খবর পেয়েছি সঙ্গে সঙ্গেই গেছি, হাসপাতালে পর্যন্ত গেছি। তারপরও যদি উনি এরকম কথা বলে থাকবেন, বলবেন। আমি বিশ্ববিদ্যালয়ের সবার কাছে দায়বদ্ধ। তাঁরা কী বলছে, তাঁরা কী ভাবছে আমি সেটাই গুরুত্ব দেব। পুরোটা উনি জানেন না নিঃসন্দেহে, আমি সেই কথাগুলোততে গুরুত্ব দিতে রাজি নই'। বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত।
WBCUPA-SFI সংঘর্ষে গতকাল রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর। ঘটনায় আক্রান্ত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হন আন্দোলনকারী ছাত্র । রাতে ফের আগুন জ্বলে ক্যাম্পাসে। বিজেপি শাসিত রাজ্য়ের বিশ্ববিদ্যালয় হলে এমন ঘটনা ওরা ঘটাতে পারত ? গতকাল ব্রাত্যর মুখে শোনা গিয়েছিল এই প্রশ্ন। চব্বিশ ঘণ্টা পেরোতেই যাদবপুরকাণ্ডে একই সুর মেয়র ফিরহাদ হাকিমেরও।


















