Jammu Kashmir: জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সেনা মৃত্যু! এখনও জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা?
জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই। গুলির লড়াইয়ে ১ ক্যাপ্টেন-সহ ৫ সেনার মৃত্যু। ডোডার দেসা জঙ্গলে হামলাকারী জঙ্গিরা লুকিয়ে আছে, ধারণা সেনাবাহিনীর। ডোডায় জঙ্গি হামলার দায় নিল কাশ্মীর টাইগার্স। জঙ্গিদের কভার করতে গুলি চলছে সীমান্তের ওপার থেকে, দাবি ভারতীয় সেনার। গত রবিবার কেরন সেক্টরে সেনার গুলিতে নিহত হয়েছিল ৩ জঙ্গি।
নিরাপত্তা বাহিনী ওই এলাকা থেকে অস্ত্র ও যুদ্ধের মতো অন্যান্য সরঞ্জামও উদ্ধার করেছে। বর্তমানে অমরনাথ যাত্রা চলছে। এই যাত্রায় যাতে কোনোরকম আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দারা। এহেন অবস্থায় তিন জঙ্গিকে নিকেশের ঘটনা সেনার বড় সাফল্য হিসেবেই ধরা হচ্ছে। এলাকায় আরও কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা দেখতে তল্লাশি অভিযান চলছে।



















