Ananda Sokal: জয়ন্ত বিতর্কের মধ্যেই সৌগত-মদন বৈঠক। ABP Ananda live
TMC News: তৃণমূল বিধায়ক মদন মিত্র থেকে তৃণমূল সাংসদ সৌগত রায়, কিংবা কামারহাটি পুরসভার চেয়ারম্য়ান গোপাল সাহা। আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের সঙ্গে তৃণমূলের একাধিক রাজনৈতিক হেভিওয়েটের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই কারণেই কি এখনও গ্রেফতার করা হচ্ছে না তাঁকে? হুগলির পাণ্ডুয়ায় কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদারের সামনেই দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে নালিশ জানালেন বিজেপি কর্মীরা। তৃণমূলের দালালরা দলে ঢুকে বিজেপিকে শেষ করে দিচ্ছে, অভিযোগ বিক্ষুব্ধদের। অন্তর্দ্বন্দ্বেই শেষ হবে গেরুয়া শিবির, কটাক্ষ করেছে তৃণমূল। কামারহাটিকাণ্ডে জয়ন্ত সিংয়ের থেকে দূরত্ব তৈরি করতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন সৌগত রায়। এদিন তিনি বলেন, আজ থেকে কোনও সমাজবিরোধী, গুন্ডা, অসাধু প্রোমোটারের সঙ্গে কোনও যোগাযোগ থাকবে না। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে, তাহলে কি সমাজবিরোধী-তৃণমূলের যোগ ছিল, তা মানলেন সৌগত রায়?