Jukti Takko: 'পশ্চিমবঙ্গ সরকার কালা-কানুন প্রয়োগ করেনি', RG করের ঘটনা প্রসঙ্গে মন্তব্য অর্ণব সাহার
ABP Ananda Live: ১১ সালে যে দলটি ক্ষমতায় আসে সেই দলটির রাজনীতির ধারা রেজিমেন্টেড পার্টি স্ট্রাকচার নয়। আমাদের আগে যে সরকার ছিল সেই সরকারের সময় এমন বহু ঘটনা ঘটেছে তা আমাদের সামনে আসেনি। পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী চরম মানবিক মুখ দেখিয়েছেন। অর্থাৎ কোথাও একটা পরিবর্তন হয়েছে। জ্যোতি বসুর সরকার যেভাবে ডাক্তারদের পিটিয়ে তুলে দিয়েছিল তা কিন্তু এই সরকার করেনি। সরকারের প্রধান বারবার বলেছেন আমরা কথা বলতে রাজি। আর জি কর ইস্যুতে দিল্লিতে বেশকিছু হাসপাতালের চিকিৎসকরা ধর্নায় বসেছিলেন। সেইসময় দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর জারি করেছিল। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এমন কোন কালা-কানুন প্রয়োগ করেনি। সুতরাং এই জায়গাগুলো আমাদের মাথায় রাখা দরকার। পশ্চিমবাংলায় থ্রেট সিন্ডিকেটের প্রথম বলি হয়েছিলেন সুভাষ চট্টোপাধ্যায়। এবিপি আনন্দের যুক্তি-তক্কো অনুষ্ঠানে এসে আর কী বললেন অর্ণব সাহা?