Samir Chakraborty: 'আজকে শুধু বিভাজনের রাজনীতি হচ্ছে', মন্তব্য সমীর চক্রবর্তীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'শুধু আরএসএসের পাঠশালায় পড়াশোনা করবেন না। চারদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছিলেন ৯ শতাংশ মুসলমান নিয়ে আসাম শুরু হয়েছিল স্বাধীনতার পরে, যখন থেকে আসাম হয়েছিল। এখন সেটা ৪০ শতাংশ। তাহলে সেটা কী ডবল ইঞ্জিনের সরকারের দয়ায় সেটা হয়েছে? এটা দুর্ভাগ্য যে আজও ব্রিটিশদের পাতা ফাঁদে থেকে আমরা বেরিয়ে যেতে পারলাম না। কোনও দিন যদি সত্যি সত্যি মুসলমান সম্প্রদায় ভারতবর্ষ ছেড়ে চলে যায় তাহলে কোন ইস্যু নিয়ে বিজেপি রাজনীতি করবে? আজকে শুধু বিভাজনের রাজনীতি হচ্ছে', মন্তব্য সমীর চক্রবর্তীর।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। CGO কমপ্লেক্সে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার । গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুরকেও। গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ ED-র তলবে CGO-তে হাজিরা দিয়েছিলেন দুই ভাই । ED সূত্রে দাবি, আলিফ নুরের চালকল রেশন বণ্টন দুর্নীতিতে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে। আনিসুর ও তাঁর দাদা আলিফকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে অসহযোগিতার অভিযোগ। ধৃত দুই ভাইয়ের মেডিক্যাল পরীক্ষা হয়েছে জোকা ESI-তে। স্বাস্থ্য়পরীক্ষার পর আদালতে আনা হয়েছে আনিসুর-আলিফকে। বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮% জিএসটি প্রত্যাহারের দাবি মমতার । এটা জনবিরোধী সিদ্ধান্ত, চিঠিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।