Fire News: আলোর উৎসবে উল্টোডাঙার আবাসনে বিধ্বংসী আগুন
ABP Ananda Live: কালীপুজোর রাতে উল্টোডাঙার আবাসনে অগ্নিকাণ্ড। ক্যামেরাবন্দি ভয়াবহ ছবি। অগ্নিনির্বাচন ব্যবস্থা থাকলেও ঠিক মতো কাজ করেনি, অভিযোগ আবাসিকদের। ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আরও খবর, আলোর উৎসবে প্রাণঘাতী বাজি। আনন্দের প্রহরে নেমে এল বিষাদের কালো ছায়া। উলুবেড়িয়ায় বাজি ফাটাতে গিয়ে আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু। বাজি ফাটাতে গিয়ে আগুন, তা থেকে ঝলসে ২ নাবালক-নাবালিকা ও এক মহিলার মৃত্যু হয়েছে। ঘরের মধ্যে বাজি ফাটাতে গিয়ে এই পরিণতি ঘটে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্ধে ৭টা নাগাদ উলুবেড়িয়া বাজারপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সন্ধে ৭টা নাগাদ ওই বাড়ির বাচ্চারা ফুলঝুরি জ্বালিয়ে আনন্দ করছিল। সেই সময় হঠাৎ ঘরের মধ্যে আগুন লেগে যায়। গোটা ঘরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরের মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত ছিল। এই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এক নাবালক, এক নাবালিকা ও এক মহিলা নিয়ে মোট তিনজন অগ্নিদগ্ধ হয়। সেখান থেকে তাদের উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। খবর পেয়ে আসে দমকলের ২টি ইঞ্জিনও। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। তাঁদের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাজি থেকেই এই আগুন লাগে।
![Chok Bhanga 6Ta: কোন ফর্মুলায় যোগ্য-অযোগ্য আলাদা ?২৬ হাজার চাকরির কী ভবিষ্যৎ ?ধোঁয়াশা একাধিক প্রশ্নে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/b4c802a578f3f11f209d7233391776f31739204164848535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![SSC : 'কাউকে কি বাঁচানোর চেষ্টা করছে স্কুল সার্ভিস কমিশন ?', প্রশ্ন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/f7a7db3480a0b297410c8c3643efe5ff1739199680057967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![SSC hearing : ২৬ হাজার চাকরির কী ভবিষ্যৎ ? সুপ্রিম কোর্টে শুনানির পরে রায়দান স্থগিত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/3699314f8bad92b298e5effb71b4b91a1739197924608967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News : জোড়াসাঁকো থানার সামনে বিক্ষোভ বিজেপির। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/970113caf5031158583fbc0fb337ec981739197634536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![SSC Hearing : বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া থেকে কীভাবে বাঁচানো যাবে যোগ্যদের ? ধোঁয়াশা শীর্ষ আদালতেও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/73b055572036925ca1aabfde8540c2b81739196718149967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)