Kaliganj News: 'সত্যিকারের সাহসী মহিলা', বেগম রোকেয়ার সঙ্গে তামান্নার মায়ের তুলনা শুভেন্দুর
ABP Ananda LIVE : কালীগঞ্জে মৃত শিশুর পরিবারকে টাকা দিতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। আর্থিক সাহায্যের প্রস্তাব সটান ফিরিয়ে দিল পরিবার। ২৪ অভিযুক্তের মধ্যে গ্রেফতার মাত্র ৫, ক্ষোভে ফুঁসছে কালীগঞ্জ। প্রতিবেশীরাই তামান্নার খুনি! সব অভিযুক্তের বাড়ি একই এলাকায়। তৃণমূল বিধায়ককে ফেরাল কালীগঞ্জে নিহত বালিকার পরিবার। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে 'প্রত্যাখ্যান' পরিবারের। মৃতের পরিবারকে টাকা দিতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে বিধায়ক। খামে ভরে টাকা দিতে যান বিধায়ক, পত্রপাঠ নাকচ তামান্নার মায়ের। আমরা টাকা চাই না, বিধায়ককে স্পষ্ট বলে দিলেন তামান্নার মা। একটি সংস্থার হয়ে আর্থিক সাহায্য দিতে গিয়েছিলেন, দাবি ডেবরার বিধায়কের। উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমায় নিহত তামান্না। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ। 'সত্যিকারের সাহসী মহিলা' । বেগম রোকেয়ার সঙ্গে তামান্নার মায়ের তুলনা শুভেন্দুর


















