(Source: ECI/ABP News/ABP Majha)
Kamarhati: মালিককে খুঁজে পাওয়া না গেলে সেই জমি পৌরসভার বাজেয়াপ্ত করা উচিত ছিল : মানস মুখোপাধ্যায়
ABP Ananda LIVE: 'মালিককে খুঁজে পাওয়া না গেলে সেই জমি পৌরসভার বাজেয়াপ্ত করা উচিত ছিল। মালিককে খুঁজে পাচ্ছেন না, অন্য মালিকের বাড়ি হয়ে গেল, পৌরসভার নজরে গেল না? এরকম বিল্ডিং প্ল্যান ছাড়া, হোল্ডিং প্ল্যান ছাড়া বিল্ডিং তৈরি হয়ে গেল। রাতারাতি তো তৈরি হয়নি, দিনের পর দিন এক থেকে দেড় বছর লেগেছে তখন পৌরসভার নজরে পড়েনি', মন্তব্য কামারহাটি প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়ের।
এবার কাশীপুরে তোলাবাজদের তাণ্ডবের শিকার প্রোমোটার। মধ্যরাতে কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে তৃণমূলকর্মীর তাণ্ডব। মধ্যরাতে হামলা, প্রোমোটারকে এলোপাথাড়ি মার, অফিস ভেঙে চুরমার। খবর সম্প্রচারের পরেই ২জন গ্রেফতার। গ্রেফতার জীতেন কুমার পাল, কানওয়ালজিৎ ওরফে কানু। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা এখনও অধরা। কাশীপুরে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ'। টাকা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে হামলার অভিযোগ। । মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। এই ব্যক্তি জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত রানা, দাবি আক্রান্তের। ভর্তি বিতর্কে অবশেষে কাটল জট। সোমবারই সম্ভবত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। আগামী ১৫ জুলাই, সোমবার দুপুর ৩টে থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাউন্সেলিং শুরু হচ্ছে। ইতিহাসে পিএইচডি করার কথা অর্ণবের। ইতিহাসে পিএইডি-র পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি। তাঁর ভর্তি নিয়ে টানাপোড়েন চলছিল গত কয়েক দিন ধরেই।