Ariadaha News : আড়িয়াদহকাণ্ডে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ
ABP Ananda LIVE: আড়িয়াদহে অত্যাচারীর অট্টালিকার জমির মালিক কে? কার জমিতে দুধসাদা অট্টালিকা জয়ন্ত সিংহর? অন্ধকারে কামারহাটি পুরসভা। দিলীপ মুখোপাধ্যায়ের নামে নথিভুক্ত জমি, কামারহাটি পুরসভা সূত্রে খবর। এখনও পর্যন্ত দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ পায়নি কামারহাটি পুরসভা। অবৈধ বাড়ি ঘোষণার পর নোটিস পাঠানোর প্রস্তুতি কামারহাটি পুরসভার। পুরসভার ভূমিকায় প্রশ্ন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়কের। এবার পর্ণশ্রী কো-অপারেটিভের জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 'কো-অপারেটিভের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী', অভিযোগ তুলে বিক্ষোভে পর্ণশ্রী কো-অপারেটিভের বাসিন্দারা। কো-অপারেটিভের আবাসনে পুর পরিষেবাও বন্ধ করে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। জয়ন্তর বাড়ি ভাঙার নির্দেশ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ।


















