Kanchenjunga Express: দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ২০ জন কর্মীকে জিজ্ঞাসাবাদ। ABP Ananda Live
Indian Railwat: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে কন্ট্রোল রুম ও সিগন্যাল বিভাগের ২০ জন কর্মীকে জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত লগ বুক ও নথি। ২৫ ঘণ্টা পর শুরু আপ-ডাউনে ট্রেন চলাচল। দুর্ঘটনার আগে অকেজো স্বয়ংক্রিয় সিগন্যাল। কাজ করছিল রেল ট্র্যাকিং সিস্টেম? কোথায় ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কত গতিতে যাচ্ছিল মালগাড়ি, তথ্য ছিল না কন্ট্রোল রুমে, খবর সূত্রের। স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ ছিল। ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে যাওয়ার নির্দেশ মানেননি মালগাড়ির চালক। সামনের ট্রেনের সঙ্গে ন্যূনতম দেড়শ মিটার দূরত্বও রাখেননি, ভুল ওঁরই, জানাল রেল। কোথায় সুরক্ষা? ঘোষণার তেইশ বছর পরেও কেন চালু নয় সুরক্ষা কবচ? কেন নেই LHB কোচ? রেলের পৌনে তিন লক্ষ শূন্যপদের মধ্যে কেন সেফটি ক্যাটিগরিতেই খালি পৌনে ২ লক্ষ পদ? দুঃস্বপ্নের রেলযাত্রা। দুর্ঘটনার প্রায় আঠারো ঘণ্টা পর শিয়ালদায় পৌঁছল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ABP Ananda Live