Kasba Incident : শাসকদলের প্রশ্রয়েই বাড়বাড়ন্ত? কসবাকাণ্ডে মূল অভিযুক্তকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন
ABP Ananda LIVE : ছাত্র হিসেবে কলেজে যোগ দেওয়ার পর প্রথমে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান। সেখান থেকে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি হয়েছিলেন। গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্রের প্রভাব ছিল অনেক! কলেজের দেওয়ালে বড় বড় করে খোদাই করে লেখা- 'মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস!' কলেজের পরিচালন সমিতির সভাপতি, বজবজের তৃণমূল বিধায়কের সঙ্গে যোগাযোগ তো ছিলই, পরে সেই পরিচালন সমিতির অনুমতিতেই সাউথ ক্যালকাটা ল'কলেজে অস্থায়ী কর্মীর চাকরিও পেয়েছিলেন মনোজিৎ। সূত্রের খবর, আলিপুর কোর্টে প্র্য়াকটিসও করতেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, "আমরা কেউ অস্বীকার করিনি যে না সে তৃণমূল ছাত্র পরিষদ করত না। কোনও এক সময় সে যখন ছাত্রাবস্থায় ছিল, সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, মানে যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্রনেতাদের তুলে আনি, সেই অর্গানাইজেশনের সেক্রেটারি আমরা আমাদের যে জেলা সভাপতি আছে সেই সময় করেছিলাম। "



















