Monojit Mishra : কসবার ল'কলেজে কীভাবে নিয়োগ হয়েছিল মনোজিতের? নিয়োগসংক্রান্ত নথি বাজেয়াপ্ত করল পুলিশ
ABP Ananda LIVE : কীভাবে নিয়োগ হয়েছিল মনোজিতের? নিয়োগসংক্রান্ত নথি বাজেয়াপ্ত করল পুলিশ।বাজেয়াপ্ত অ্যাটেনডেন্সের জন্য নির্দিষ্ট রেজিস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে। কলেজে মনোজিতের আসা-যাওয়ার তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।পুলিশের স্ক্যানারে নিয়োগ-সংক্রান্ত যাবতীয় নথি।
আরও খবর...
কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব আদালতের, আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দেবে রাজ্য
কসবাকাণ্ডে ওঠা একাধিক প্রশ্নের উত্তর চাইল হাইকোর্ট। 'কলেজের একজন প্রাক্তনী কীভাবে কলেজে প্রবেশাধিকার পায়?' 'কলেজের সময়সীমা শেষ হওয়ার পরেও, কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন?' 'অনধিকার প্রবেশ আটকাতে কলেজে কী ব্যবস্থা আছে?' 'আগে অভিযোগ জানানো হলেও, কেন কলেজ এবং পুলিশ পদক্ষেপ করেনি?' 'CCTV বা অন্য নজরদারি ব্যবস্থায় কেন খামতি ছিল?' হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকার ও কলেজ কর্তৃপক্ষকে। এবার মনোজিতের নিয়োগসংক্রান্ত নথি বাজেয়াপ্ত করল পুলিশ।



















