Arms Recovery : খড়দার অস্ত্রকাণ্ডে ধৃত মধুসূদন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য !
ABP Ananda LIVE : কলকাতার পর এবার উত্তর চব্বিশ পরগনা। খড়দায় বাড়িতে উদ্ধার অস্ত্রশস্ত্র। খড়দা ও কামারাহাটি পুলিশের যৌথ অভিযানে মিলল ৪টি আগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড গুলি। খড়দাকাণ্ডে ধৃত মধুসূদন মুখোপাধ্যায়ের চাঞ্চল্যকর তথ্য ! .38 বোরের কার্তুজ উদ্ধার ওই ফ্ল্যট থেকে, প্রশ্ন এত পরিমাণ কার্তুজ কোথা থেকে পেল ধৃত মধুসূদন মুখোপাধ্যায়?
আরও খবর...
বিচার চেয়ে এবার CBI অধিকর্তার দ্বারস্থ অভয়ার পরিবার, কী বললেন নিহত চিকিৎসকের মা ?
বিচার চেয়ে এবার CBI অধিকর্তার দ্বারস্থ অভয়ার পরিবার। দিল্লিতে CBI অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ নিহত চিকিৎসকের মা-বাবার। 'CBI বলছে, সঞ্জয় রায় একাই দোষী, আমরা এটা বিশ্বাস করি না', CBI অধিকর্তার সঙ্গে সাক্ষাতের পর দাবি অভয়ার মায়ের।
'এটা আমরা যেমন মা-বাবা হিসেবে মানি না, তেমন আমার দেশের ১৪০ কোটি লোকও, সেটা মানে না..'
এদিন অভয়ার মা বলেন, সিবিআই এর ডিরেক্টর বলছেন যে, আমাদের, সাপ্লিমেন্টারি চার্জশিট দেব..তিন বার বলেছেন। ..কিন্তু এখন আমাদের যে ইনভেস্টিগেটিভ অফিসার, ওনারা বলছেন, সঞ্জয় রায় একাই করেছে, আর কেউ, কোনও এই ধর্ষণের ঘটনায় জড়িত নয়। এটা আমরা যেমন মা-বাবা হিসেবে মানি না, তেমন আমার দেশের ১৪০ কোটি লোকও, সেটা মানে না। তাই আমরা বললাম এখানে আসার সময়টাই এখানে নষ্ট হয়েছে।' নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন ,' মুখ্য়মন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন, যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন। মুখ্য়মন্ত্রীকে ১৪ তলা থেকে নামনোর জন্য়ই আমরা নবান্ন অভিযান করছি।'


















