Kolkata Building Collapse : এন্টালিতে পুরানো বাড়ি ভেঙে বিপত্তি! আহত ১ মহিলা সহ ২
ABP Ananda LIVE : ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি।এন্টালি বাজারের কাছে ভেঙে পড়ল পুরনো বাড়ি।বাড়ির ভাঙা অংশ গিয়ে পড়ে পাশের বাড়িতে। দুর্ঘটনাগ্রস্ত বাড়ি লাগোয়া আরেকটি বাড়ির ২ বাসিন্দা আহত।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে পৌঁছেছে দমকল।
বেহাল রাস্তায় বিপত্তি, নবগ্রামে উল্টে গেল পড়ুয়া বোঝাই টোটো
রাস্তা যেন মরণফাঁদ। মুর্শিদাবাদের নবগ্রামে উল্টে গেল পড়ুয়া বোঝাই টোটো। ক্যারাটে প্রশিক্ষক হজরত আলি মল্লিক খারাপ রাস্তার ছবি তুলছিলেন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। বেসরকারি স্কুলের ১২ জন পড়ুয়াকে নিয়ে পলসণ্ডা মোড়ের দিক থেকে বড়বাথানের দিকে যাচ্ছিল টোটো। নবগ্রামে পলসণ্ডা-লালবাগ সদরঘাট রাজ্য সড়কে টোটো উল্টে যায়। স্থানীয়দের দাবি, ১২ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী ১৪ কিলোমিটার রাজ্য সড়কের বেশিরভাগ অংশ বেহাল। পূর্ত দফতরের এই রাস্তা দীর্ঘ কয়েক বছর সংস্কার হয়নি বলে অভিযোগ। প্রায়ই দুর্ঘটনা ঘটে।

















