Metro News:প্ল্যাটফর্মের থামে ফাটল,পুনর্নির্মাণের জন্য প্রায় ১বছর বন্ধ থাকবে নিউ গড়িয়া মেট্রোস্টেশন
ABP Ananda Live: প্ল্যাটফর্মের থামে ফাটল, বসে যাচ্ছে স্টেশন। পুনর্নির্মাণের জন্য প্রায় এক বছর বন্ধ থাকবে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। গতকাল থেকেই শুরু হয়েছে স্টেশন ভেঙে ফেলার কাজ। আজও সেই কাজ চলছে। খুলে ফেলা হচ্ছে প্ল্যাটফর্মের ওপরের ছাউনি।
মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই। মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি। অভিযুক্তর তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তালিকায় ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। আরেক অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মোটরবাইকে রাখা দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। জামিন পাওয়ার পর মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রজ্ঞাকে প্রার্থী করেছিল। এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


















