Behala News: ক্লাবের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ এলাকার এক সময়ের ত্রাস যিশু জৈনর। ABP Ananda Live
Kolkata News: বেহালার পর্ণশ্রী ক্লাবের সদস্য়দের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ করলেন এলাকার এক সময়ের ত্রাস যিশু জৈন। ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে, একটি ফোন কের রেকর্ড সামনে এনে দাবি করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন ক্লাবের সম্পাদক।
বাম আমলে ছিলেন বেহালার ত্রাস। এক সময়ে যার ভয়ে সিঁটিয়ে থাকতেন বেহালাবাসী। যার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, প্রতারণা-সহ ১৭ টির বেশি মামলা রয়েছে। জেলে থেকেও যিনি অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ, কুখ্য়াত সেই যিশু জৈনই না কি এবার তোলাবাজির জেরে অতিষ্ট! একটি ক্লাবের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ তুলেছেন যিশু! একটি খুনের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়ে বর্তমানে প্রোমোটিং করছেন যিশু। তাঁর অভিযোগ, বেহালার পর্ণশ্রীতে যেখানে প্রোমোটিংয়ের কাজ চলছে সেখানকার একটি ক্লাব তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা তোলা চেয়েছে।
নিজের দাবির সমর্থনে একটি ফোন কলের রেকর্ডও সামনে এনেছেন বেহালায় এক সময় একাধিক মামলায় অভিযুক্ত যিশু।




















