Bowbazar News: বউবাজারে সরকারি হস্টেলে গণপ্রহারে মৃত্যু হল এক যুবকের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফিরল ১০ বছর আগের কোরপান শা-র মর্মান্তিক পরিণতির স্মৃতি। এবার বউবাজারে সরকারি হস্টেলে গণপ্রহারে মৃত্যু হল এক যুবকের। মোবাইল চোর সন্দেহে ইরশাদ আলম নামে এক টিভি মেকানিককে হাত-পা বেঁধে পিটিয়ে মারার অভিযোগ। পিটিয়ে মারার অভিযোগ উঠল হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এই ঘটনায় অভিযুক্তদের অপরাধমূলক মানসিকতার প্রমাণ মিলেছে।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর। 'কালীঘাটে নালার জমি দখল করে মিটিং হল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাভূমি বুজিয়ে ফেলেছেন'। নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। আরএসএস কার্যালয়ে নোটিস পাঠাল আসানসোল পুরসভা। ব্লিডিং প্ল্যান-সহ একাধিক নথি চেয়ে পাঠাল আসানসোল পুরসভা।৭ দিনের মধ্যে আরএসএস কার্যালয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। গতকাল সঙ্ঘের কার্যালয়ে যায় পুরসভা ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী। অন্য়দিকে গড়িয়াহাটে রাস্তার হকারদের সমীক্ষা চালালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। ABP Ananda Live