Kasba Chaos: কলকাতা থেকে জেলা, SSC-র চাকরিহারাদের আন্দোলনে তোলপাড় রাজ্য় | ABP Ananda Live
ABP Ananda Live: কলকাতা থেকে জেলা। SSC-র চাকরিহারাদের আন্দোলনে তোলপাড় রাজ্য়। কসবায় DI অফিস অভিযানে যাওয়া চাকরিহারা শিক্ষকদের সঙ্গে পুলিশের অভাবনীয় আচরণ! চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নেমে চাকরিহারারা পেলেন পুলিশের লাঠি-লাথি-ঘাড়ধাক্কা। পাল্টা পুলিশের তরফে দাবি করা হয়েছে বিনা উস্কানিতে পুলিশ কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আক্রাম্ত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। চাকরিহারারা যখন পুলিশের আচরণে ক্ষোভে ফেটে পড়ছেন, তখন শিক্ষামন্ত্রী চাকরিহারাদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন! তিনি বলেন, 'ডিআই অফিসে গেছিলেন কেন?' এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে যোগ্য-অযোগ্য পৃথকীকরণে কমিটি গঠনের প্রস্তাবের চিঠি দেওয়ার কথা ছিল প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। কসবাকাণ্ডের প্রতিবাদে সেই চিঠি ছিঁড়ে ফেলেন তিনি। বলেন, এখানকার পুলিশ উর্দি পরা গুন্ডা, তৈরি করেছেন মমতা ব্যানার্জি।


















