Kolkata News: ট্যাংরায় হাড়হিম করা ঘটনা, আসছে ফরেন্সিক
Kolkata News: ট্যাংরার দে পরিবারের তিনজনকে কি খুন করা হয়েছে? নাকি তাঁরা আত্মহত্যা করেছেন? আজ NRS হাসপাতালে ময়নাতদন্ত হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ৩ জনের দেহের বেশ কয়েকটা জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দে পরিবারের ছোট বউ রোমির ডান এবং বাঁ হাত, দু’হাতের শিরা কাটা। পরিবারের বড় বউ সুদেষ্ণার ডান হাতের শিরা কাটা। বাড়ির দুই বউয়েরই গলার নলি কাটা ছিল। প্রশ্ন উঠছে, কারও পক্ষে কি হাতের শিরা কেটে, গলার নলি কেটে আত্মহত্যা করা সম্ভব? রোমি-প্রসূনের মেয়ে প্রিয়ম্বদার নাকের ওপর কালশিটের দাগ ছিল। তবে কি শ্বাসরোধেরও চেষ্টা হয়েছিল? তদন্তে ট্যাংরা থানা এবং লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। রোমি দে-র বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে ট্যাংরা থানার পুলিশ।



















