Kolkata News: সোনারপুরের বাসিন্দা তরুণীকে লাগাতার নির্যাতনের অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে
ABP Ananda Live: সোনারপুরের বাসিন্দা তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ। হোটেল মালিক সুমন সাহার বিরুদ্ধে অভিযোগ। আপত্তি করলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফের ধর্ষণের অভিযোগ। বিয়ের চাপ দেওয়ায় প্রভাবশালী নেতাদের নাম করে হুমকির অভিযোগ। 'কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের হোটেলে তরুণী ও তাঁর মাকে মারধর'। 'ছবি, ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি অভিযুক্তের' । সোনাপুর থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের তরুণীর। ঘটনার পর পলাতক অভিযুক্ত হোটেল মালিক। 'অভিযুক্ত দমদম-ব্যারাকপুরের জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী কেয়া দাসের ঘনিষ্ঠ'। 'কেয়া দাসের বাড়ি গিয়ে সাহায্যের আর্জি জানালে সাদা কাগজে সই করিয়ে নেন'। 'কেয়া দাসের বাড়ির সামনে ধর্না দিলে পুলিশ তুলে নিয়ে যায়'। 'মোবাইল থেকে ছবি ডিলিট করায় নাগেরবাজার থানার পুলিশ'। থানায় বসিয়ে রেখে মানসিক নির্যাতন পুলিশের, অভিযোগ তরুণীর। যাবতীয় অভিযোগ অস্বীকার দমদম-ব্যারাকপুরের জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী কেয়া দাসের। তরুণী ও তাঁর মায়ের বিরুদ্ধে পাল্টা বাড়িতে চড়াও হয়ে হুমকির অভিযোগ।
অনুব্রত কদর্য আক্রমণের কথা মেনে নিলেও AI-এর তত্ত্ব কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার!
ডেডলাইন পার, এখনও হাজিরা দিলেন না কেষ্ট। এরইমধ্যে এবার AI-এর তত্ত্ব খাড়া করলেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, AI-এর মাধ্যমে অডিও তৈরি করা হয়েছে। নেপথ্যে রয়েছে বিজেপি।
IC-কে কদর্য কথার অভিযোগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পরপর দুবার পুলিশ তলব করেছে। পুলিশের তলব এড়িয়ে গতকাল পার্টি অফিসে হাজির ছিলেন অনুব্রত। সূত্রের খবর, অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যান কেষ্ট। দুটি জামিন অযোগ্য ধারা-সহ মোট ৪টি ধারায় মামলা। খবর সূত্রের, গতকালের পর আজ ফের অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। সকাল ১১টায় বোলপুরের এসডিপিও অফিসে তলব করা হয় কেষ্টকে। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও পুলিশের দ্বিতীয় সমনে হাজিরা দেননি অনুব্রত। এরইমধ্যে SDPO অফিসে হাজির হন কেষ্ট ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা ও আইনজীবী। মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে হাজির হন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এদিকে অনুব্রত কদর্য আক্রমণের কথা মেনে নিলেও AI-এর তত্ত্ব খাঁড়া করেছেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শিক্ষা বন্ধু সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা গগন সরকারের দাবি, "অনুব্রত অসুস্থ, বাড়িতে শুয়ে আছেন। কোনও কল করেননি অনুব্রত।



















