Kolkata News: পিকনিক গার্ডেনে একে অপরের ওপরে হেলে পড়েছে ২টি বহুতল ! আতঙ্কে বাসিন্দারা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পিকনিক গার্ডেনের মসজিদ বাড়ি লেনেও একে অপরের ওপরে হেলে পড়েছে ২টি বহুতল। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তাঁদের দাবি, প্রোমোটারকে জানানো হলেও তিনি কিছু করতে নারাজ। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, বাম আমলে পুকুর ভর্তি করে তৈরি হয়েছিল বাড়ি। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হল জলপাইগুড়ির প্রসূতি সান্ত্বনা রায় মাতব্বরের
শেষরক্ষা হল না। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হল জলপাইগুড়ির প্রসূতি সান্ত্বনা রায় মাতব্বরের। আর তাঁর মৃত্যুর অন্যতম কারণ হিসেবে স্যালাইনকেই দায়ী করল পরিবার। ময়নাতদন্ত চেয়েও হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করল পরিবার। ঘটনার প্রতিবাদে এদিন উত্তরবঙ্গ মেডিক্য়ালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের এক-দেড় কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্তে মিলল চার-চারটি বাঙ্কারের হদিশ। লোকজনের চোখে ধুলো দিতে আম বাগানের ভিতরে ওপরে ঘর এবং মাটির নীচে বাঙ্কার তৈরি করা হয়েছিল। বাঙ্কারের ভিতরে মিলেছে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাজদিয়ার সুধীররঞ্জন লাহিড়ি কলেজের সামনে আম বাগানে অভিযান চালায় BSF. সঙ্গে ছিল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বাগানের মাটি খুঁড়ে লোহার বাঙ্কার মেলে।প্রশ্ন উঠছে, শুধুমাত্র নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের জন্যেই কি বাঙ্কার তৈরি করা হয়েছিল? নাকি অন্য কোনও উদ্দেশ্যে বানানো হয়েছিল এতগুলি বাঙ্কার? খতিয়ে দেখছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।


















