Kolkata News: রাসায়নিক কারখানায় পরপর বিস্ফোরণ, সল্টলেকে ভয়াবহ আগুন
ABP Ananda Live: সেক্টর ফাইভে ভয়াবহ আগুন, তীব্র আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে শহরের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে। কয়েকদিন আগেই বড়বাজারে আগুনের ঘটনায় প্রাণ হারান ১৪ জন।
পহেলগাঁও হামলার অস্ত্র লুকনো ছিল বেতাব ভ্যালিতে
পহেলগাঁও হামলার অস্ত্র লুকনো ছিল বেতাব ভ্যালিতে। NIA তদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। হামলার পিছনে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের ভূমিকার উল্লেখ রিপোর্টে। OGW-র বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তুতি শুরু। ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সরা কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাদের তালিকাও তৈরি। এলাকার থ্রি ডি ম্যাপিং ও ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। হামলাকারীরা পাক অধিকৃত কাশ্মীরে হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিল। NIA-র DG প্রাথমিক তদন্ত রিপোর্ট তুলে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। NIA-র তদন্তের সাম্প্রতিক তথ্য সংক্রান্ত ছবি তুলে ধরেছেন বিলাল আহমেদ।



















