Tangra News : 'ঘটনার নেপথ্যে মোটিভ ব্যবসা সংক্রান্ত', ট্যাংরাকাণ্ডে আর কী জানালেন কলকাতার CP ?
ABP Ananda LIVE : ট্যাংরায় ৩ খুন। খুনি দুই ভাই। আর অন্য কেউ জড়িত নয়, সাংবাদিক বৈঠকে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা। দুজনের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। খুনের নেপথ্যে মোটিভ ব্যবসা সংক্রান্ত হতে পারে', জানালেন তিনি।
Mamata Banerjee: ‘এবারের মহাকুম্ভ ১৪৪ বছর পর নয়’, বললেন মমতা, একই কথা বলেছিলেন শঙ্করাচার্য
পর পর দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে উল্লেখ করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যে বিতর্ক হতে সময় লাগেনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি-র প্রায় সকলেই তীব্র আক্রমণ করেন তাঁকে। সেই নিয়ে এবার মুখ খুললেন মমতা। জানালেন, তিনি পুণ্যার্থীদের অসম্মান করেননি। তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে। পাশাপাশি, ১৪৪ বছর পর মহাকুম্ভ বলে যে প্রচার হচ্ছে, তার সত্যতা নিয়েও প্রশ্ন তুললেন মমতা। সম্প্রতি একই কথা শোনা যায় শঙ্করাচার্যের মুখেও। (Mamata Banerjee)
মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে দিঘার জগন্নাথ ধামের প্রসঙ্গে মমতা জানান, হিডকোকে দায়িত্ব দিয়েছে তাঁর সরকার। প্রত্যেককে আসার জগন্নাথ ধাম দর্শনে আহ্বান জানাচ্ছেন তিনি। কিন্তু এব্যাপারে 'হাইপ' তুলতে চান না। ক্ষমতার বাইরে গিয়ে প্রচার করতে চায় না তাঁর সরকার। আর এ প্রসঙ্গেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত কুম্ভমেলার প্রসঙ্গ টানেন তিনি। (Mahakumbh 2025)


















