Kolkata News: ফের শহরে ভয়ঙ্কর আগুন, কী বলছেন দেবাশিষ কুমার? ABP Ananda Live
Kolkata update: শহরে ফের ভয়ঙ্কর অগ্নিকান্ড, লর্ডসের মোড়ে আগুন। গতকাল সন্ধ্যায় কালিকাপুরে আগুন লাগে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুন।
হাড়োয়ায় বুথের ১০০ মিটাররে মধ্যে শাসক দলের দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। বুথের কাছাকাছি দেওয়াল লিখন, প্রশাসনের নির্দেশে মোছা হল দেওয়াল লিখন। আরও খবর, আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন রয়েছে। উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ২২ কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই ছয় আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে।