Saptapadi : পুজোর মুখে নতুন উপহার,গড়িয়াহাটে রেস্তোরাঁর নতুন আউটলেট খুলল সপ্তপদী
ABP Ananda LIVE : পুজোর মুখে সপ্তপদীর নতুন উপহার।গড়িয়াহাটে রেস্তোরাঁর নতুন আউটলেট খুলল তারা। সেইসঙ্গে শুক্রবার দুর্গাপুজো স্পেশাল মেনু ঘোষণা করল সপ্তপদী।তালিকায় রয়েছে জিভে জল আনা নতুননত্ব খাবার। এদিন নতুন আউটলেট খোলার পাশাপাশি, লঞ্চ হল সপ্তপদীর থিম সং। গানটি গেয়েছেন রূপম ইসলাম। পুজো মানেই খাওয়াদাওয়া, সঙ্গে আড্ডা...আর হাউজফুল রেস্তোরাঁ...তাই পুজোর আগেই ভোজনরসিকদের জন্য সুখবর নিয়ে এল সপ্তপদী।
আরও খবর...
RG কর-কাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে ‘কালীঘাট চলো’, অভিযানে যোগ দিতে রওনা কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা-বাবার
RG কর-কাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে ‘কালীঘাট চলো’। অভিযানে যোগ দিতে রওনা কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা-বাবার। স্টেশন চত্বরে-ট্রেনের মধ্যে সহযাত্রীদের হাতে রাখি পরালেন তামান্নার মা। 'একবছর পার, অভয়াও বিচার পায়নি, আমার মেয়েও বিচার পায়নি', প্রতিবাদেই পথে নামা, জানিয়েছেন বোমায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রীর মা-বাবা। আজ সকালে পলাশি স্টেশন থেকে ট্রেনে চড়ে কলকাতা রওনা দিয়েছেন তাঁরা।

















