এক্সপ্লোর
Suvendu Adhikari : ডিসেম্বর মাস বীরভূমের তৃণমূল নেতাদের জন্য ভয়াবহ হতে চলেছে : শুভেন্দু
ABP Ananda Live : এবার বীরভূমের তৃণমূল নেতাদের 'ডিসেম্বর' হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 'ডিসেম্বর মাস বীরভূমের তৃণমূল নেতাদের জন্য ভয়াবহ হতে চলেছে' 'বীরভূমে বালি, পাথর, গরু পাচার বন্ধ হয়নি'। 'কলকাতায় বড় ভাইপো আর এখানে আরেক ভাইপো আছেন'। 'তিনিও বালি, পাথর, কয়লা সবই খান'য 'আরও একটা নতুন পাখি উড়ছে, তাঁর নাম কাজল শেখ'। 'আমাদের সব নজর আছে'। ভোট পরবর্তী হিংসা থেকে জিলেটিন স্টিক উদ্ধারের প্রসঙ্গ টেনে রামপুরহাটের সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন


















