lgp gas price hike: ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা !
ABP Ananda LIVE: একলাফে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা! ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা! সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও । উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫০ টাকা । আজ মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের বর্ধিত দাম কার্যকর । পেট্রোল-ডিজেলেও লিটারপ্রতি ২ টাকা করে এক্সাইজ ডিউটি বৃদ্ধি । অন্তঃশুল্ক বাড়লেও, দাম বাড়বে না পেট্রোল-ডিজেলের, আশ্বাস কেন্দ্রের
আরও খবর...
ফের মহার্ঘ হল পেট্রোল-ডিজেল। পেট্রোল-ডিজেলে ২ টাকা এক্সাইজ ডিউটি বাড়াল সরকার। বাড়ল এক্সাইজ ডিউটি, আরও দামি হচ্ছে পেট্রোল-ডিজেল।
ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে চলেছে কারণ সরকার উভয় জ্বালানির উপর প্রতি লিটারে ২ টাকা করে আবগারি শুল্ক বাড়িয়েছে।
মার্কিন প্রশাসনের পারস্পরিক শুল্কের ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় যখন বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী রয়েছে, সেই আবহেই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। এই মূল্যবৃদ্ধির ফলে ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির আশঙ্কা আছে। দেশের ভোক্তাদের উপর প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পরিবহন ও পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে এই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি। দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে তেলের দামে কোনও পরিবর্তন হয়নি এবং ভবিষ্যতেও পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও সম্ভাবনা নেই। রাজ্য পর্যায়ে দামের সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। আজ নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৭২ টাকা। মুম্বাইতে পেট্রোলের দাম ₹ ১০৪.২১। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৪। একই সময়ে, চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০.৭৫ টাকা।



















