Maheshtala Incident: জঙ্গিপুর, ভাঙড়ের পর এবার মহেশতলা, আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আক্রান্ত পুলিশ!
ABP Ananda LIVE : একদিকে, ক্ষিপ্ত জনতা, অন্যদিকে পুলিশ বাহিনী। উড়ে আসছে ইট-পাথরের টুকরে। পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে ২ মাসের মধ্যে ৩ বার আক্রান্ত হল পুলিশ। রক্তে লাল হল সাদা উর্দি।এই ভয়ঙ্কর তাণ্ডবের পরেও তৃণমূল বিধায়ক বলছেন বিক্ষিপ্ত ঘটনা! তবে পুলিশকর্মীদের পাশাপাশি, তিনিও মেনে নিয়েছেন, পর্যাপ্ত বাহিনী না থাকাতেই নাকাল হতে হয় পুলিশকে। গোষ্ঠীসংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা। গন্ডগোল থামাতে গিয়ে থানার সামনেই মার খেল পুলিশ। পুলিশের সামনেই চলল ইটবৃষ্টি, দোকান লুঠপাট, ভাঙচুর, জ্বলল আগুন। স্থানীয়দের দাবি, দোকান বসানোকে কেন্দ্র করে গতকাল সকাল ১১টা থেকে রবীন্দ্রনগর থানার সামনে গন্ডগোল বাধে। এরপর দুপুরে বাজারের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। দোকানপাট ভাঙচুর করে চলে হাতের বাইরে চলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর রাতভর এলাকায় অভিযান চালায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা ও কলকাতা পুলিশ। চলে ধরপাকড়। মহেশতলায় ১৬৩ ধারা জারি করা হয়েছে।


















