Malda Incident : মালদার ইংরেজবাজারের ঘটনায় জালে ৪, জড়িত আরও কেউ ?
ABP Ananda LIVE : মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন পঞ্চায়েত সদস্য-সহ দলেরই ৪ জন। অভিযোগ, ১০ জুলাই জন্মদিনের পার্টিতে যান স্ত্রীর সামনেই পিটিয়ে, কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী ও জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদকে। এই ঘটনায় ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ, তাঁর ভাই ও তৃণমূল নেতার দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
IIM Joka Incident: IIM জোকায় মনোবিদকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়, পুলিশের নজরে এবার অভিযুক্তের ইনস্টা প্রোফাইল
জোকা IIM-এ ধর্ষণের অভিযোগ, এবার পুলিশের নজরে অভিযুক্তের ইনস্টাগ্রাম প্রোফাইল। অভিযুক্ত পরিবারের সদস্যদের ডাকা হয়েছে হরিদেবপুর থানায়। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে ধৃতের মানসিক সমস্যার পুরনো কোনও রেকর্ড রয়েছে কিনা ? এখানেই প্রশ্ন উঠেছে, তাহলে তরুণী মনোবিদকে কাউন্সিলিংয়ের কথা বলে, কেন ক্যাম্পাসে ডেকেছিলেন অভিযুক্ত ? জোকা IIM ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই একাধিক প্রশ্ন সামনে আসছে। ইতিমধ্য়েই ১ জন ACP-র নের্তৃত্বে SIT গঠন করা হয়েছে।


















