Malda News: অন্যদিন অনুগামীদের সঙ্গে থাকলেও, হত্যার দিন একা কেন দুলাল ? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ঘনিষ্ঠ কেউ জড়িত? নিহতের গাড়ি চালকের দাবি, সারা দিন অনুগামীদের সঙ্গেই থাকতেন দুলাল। কিন্তু খুনের দিন একাই ছিলেন। সেই খবর কি আগেই ছিল আততায়ীদের কাছে? এমনই অনুমান নিহত তৃণমূল নেতার স্ত্রী ও গাড়ি চালকের। নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ফের প্রশ্ন তুলেছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। খুনের তদন্তে মালদায় CID-র সাইবার টিম।
নদিয়ার রানাঘাটে তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিকে BDO-র উপস্থিতি ঘিরে বিতর্ক
নদিয়ার রানাঘাটে তৃণমূলের মহিলা কর্মীদের পিকনিকে BDO-র উপস্থিতি ঘিরে বিতর্ক। উত্তরীয় পরে, সম্বর্ধনা নিতেও দেখা যায় BDO-কে। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বিজেপির কটাক্ষ, শাসকদলের সঙ্গে প্রশাসনের যোগসাজশে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। গুরুত্ব নারাজ তৃণমূল। BDO-র সাফাই, পঞ্চায়েত সমিতির সভাপতির অনুরোধে বনভোজনে যান, এর সঙ্গে রাজনীতির যোগ নেই।
অভিযুক্ত সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবারের যোগ রয়েছে। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর অভিযোগের ঘটনায়, স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা। এমনকী এই ঘটনায় ইডি তদন্তেরও দাবি তুলেছেন শুভেনদু অধিকারী। নির্দিষ্ট কোনও তথ্য থাকলে তদন্তে সহযোগিতা করুন, বলছে তৃণমূল।





















