Sukanta Majumder : ১ এপ্রিল মালদায় SP অফিস অভিযানের ডাক সুকান্তর
ABP Ananda LIVE : মালদার মোথাবাড়ি যাওয়ার পথে সুকান্তকে আটকাল পুলিশ। মোথাবাড়ির ৩ কিমি আগে বিজেপি রাজ্য সভাপতিকে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে বচসা সুকান্ত মজুমদারের । 'এবার মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন, জয় শ্রীরাম স্লোগান দেবেন'। ১ এপ্রিল মালদায় SP অফিস অভিযানের ডাক সুকান্তর।
আগে মোথাবাড়ি পৌঁছনোর আগে আক্রান্তদের সঙ্গে কথা বিজেপি রাজ্য সভাপতির। পুলিশের ভূমিকায় ক্ষোভ সুকান্ত মজুমদারের। 'মোথাবাড়িতে অশান্তির পর গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে পুলিশ'। ক্ষমতার অপব্যবহার করছে পুলিশ, আক্রমণ সুকান্তর । 'পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে'। 'অবিলম্বে মালদায় আসুক জাতীয় মহিলা কমিশন'। 'রামনবমী পালন করবেন না, বাড়ি বাড়ি গিয়ে বলছে পুলিশ'।
JU News : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য ভাস্কর গুপ্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য ভাস্কর গুপ্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ। সমাবর্তনের টাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে ফেরতের নির্দেশের পর এবার আইনি পদক্ষেপ, জানাল রাজভবন । অবৈধ সমাবর্তনের অনুষ্ঠান, ফান্ডের হিসেবও নেই। টাকা ফেরত না দিলে অন্য ব্যবস্থার হুঁশিয়ারি আচার্য তথা রাজ্যপালের। ১ মার্চের ঘটনা নিয়েও জবাব তলব রাজভবনের।


















