Malda News: রতুয়ায় রাস্তা বেহাল, সাইকেল, বাইক, অটো দূরস্ত হেঁটে যাওয়াও প্রায় অসম্ভব
ABP Ananda LIVE: রতুয়ায় জগবন্ধু টোলা এলাকায় প্রায় ১ কিলোমিটার রাস্তা বেহাল । বৃষ্টিতে হাঁটু পর্যন্ত জল-কাদা জমে কার্যত চলাচলের অযোগ্য রাস্তা । সাইকেল, বাইক, অটো দূরস্ত, এই রাস্তায় হেঁটে যাওয়াও প্রায় অসম্ভব । সংস্কারের জন্য ৫০০ মিটার রাস্তা খোঁড়া হয়েছিল, দাবি প্রশাসনের । বৃষ্টির জেরে জল কাদা জমে এই সমস্যা তৈরি হয়েছে, দাবি প্রশাসনের । উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অনুমোদনে রাস্তার কাজ শুরু হয়েছে: জেলাশাসক । বৃষ্টির জন্য সমস্যা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে, কীভাবে সমাধান করা যায়: জেলাশাসকট
পশ্চিম মেদিনীপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। সুতির ১ নম্বর ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল অন্তঃসত্ত্বাকে। ২০২৪ সালে এই এলাকায় রাস্তা তৈরির বরাত দেওয়া হয় একটি সংস্থাকে, খবর স্থানীয় সূত্রে। দেড় বছরে এক মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা, এমনই অভিযোগ স্থানীয়দের। পথশ্রী প্রকল্পে ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ হয়, খবর স্থানীয় সূত্রে।


















