Mamata Banerjee: 'মুর্শিদাবাদ, মালদার ঘটনার পিছনে বিজেপি', বললেন মুখ্যমন্ত্রী
ABP Ananda Live: 'মুর্শিদাবাদ, মালদার ঘটনার পিছনে বিজেপি'। 'বিজেপি দাঙ্গা করেছে, উপযুক্ত প্রমাণ আছে'। 'বাংলার সরকার নির্মম নয়, মানবিক সরকার'। 'উত্তরপ্রদেশে দাঙ্গা হয় না?' মন্তব্য মমতার।
মোদি সফরের দিনেই প্রধানমন্ত্রীকে এদিন জোর নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম ইস্যু ছিল অপারেশন সিঁদুর। যা নিয়ে চাঁচাছোলা মন্তব্য করেছেন এদিন তিনি। 'মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না?' প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে ওয়াকফ অশান্তি থেকে আবাস-আয়ুষ্মান। আর এবার শেষবেলায় ময়দানে নেমে তুলোধনা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'প্রধানমন্ত্রীর ভাষণ শুনে তার ছিঁড়ে গেছে' ! মাননীয়া মুখ্যমন্ত্রীকে বলব, মুখ খোলার দম থাকলে, মুখ খুলুন। তার আগে কানটা খুলুন। কালীঘাটের কাকুর রেকর্ডিংটা শুনুন ভাল করে। কাকে ১৫ কোটি, কাকে ২০ কোটি দিতে হবে ? পার্থর বেশি লোভ ! অভিষেকের জন্য ১৫ কোটি। অভিষেকের জন্য রাখছেন মুখ্যমন্ত্রী। কানটা খোলা আছে ? নাকি শুনতে পাচ্ছেন না ? আমি তো শুনেছি, আপনি টিভি দেখেন না। রাতে গিয়ে রিলস দেখেন। কৃষ্ণ কল্যাণী কোথায় গিয়ে ছবি তুলছে ? বাকিরা কে কোথায় কী খাচ্ছে , জিনিসটা দেখবেন আজকে। শুনেছেন অভিষেক নামটা । অভিষেককে এত দিতে হবে। নামটা চেনা চেনা লাগছে ? তীব্র আক্রমণ সুকান্তর



















