Mamata Banerjee: 'হম ঝুকেঙ্গে নহি!'...২৪’ নিয়ে বিজেপি-কে চ্যালেঞ্জ মমতার
বুধবার সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই কড়া ভাষায় বিজেপি-কে আক্রমণ করেন তিনি। বলেন, "হাতে ক্ষমতা রয়েছে বলে যা ইচ্ছা করে যাচ্ছে। ক্ষমতা কিন্তু সাময়িক। চেয়ারে লোক আসবে যাবে। গণতন্ত্র রয়ে যাবে চিরকাল। সংবিধানকে সংশোধন করা যেতে গেলেও, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া যাবে না। ২০২৪-এর নির্বাচনে ওরা জিতবে না। আসবে না।"
২০২১-এ বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "বাংলায় স্লোগান দিয়েছিল, 'অব কি বার, ২০০ পার'। দিল্লিতে এ বার দেখুন, ২০০-ও পার হবে না। কোন জাদুকর এসে করবে! ভোট লুঠ করার অনেক রকম পরিকল্পনা আছে। ইলেক্ট্রনিক বোটিং মেশিন নিয়েও সন্দেহ রয়েছে। নির্বাচন কমিশব, ইডি, সিবিআই দিয়ে সব অফিসার চেঞ্চ করাবে।




















