Mamata Banerjee: ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE: ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী 'বাংলায় কথা বললেই অত্যাচার করতে হবে?' । 'সবারই নিজের মাতৃভাষা আছে, সব ভাষাকে সম্মান করুন' । আমাদের এখানেও বাইরের পরিযায়ী শ্রমিকরা কাজ করেন' 'প্রত্যেক মানুষের নিজস্ব মতামতা আছে' । 'সবাই ঐক্যবদ্ধ না থাকলে দেশ ভাগ হয়ে যাবে' । কাল মহালয়া তার আগে আজ শহর থেকে শহরতলি, একের পর এক পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী।
লন্ডনের হিথরো-সহ ইউরোপের বিমানবন্দরগুলিতে সাইবার হানা!
লন্ডনের হিথরো-সহ ইউরোপের বিমানবন্দরগুলিতে সাইবার হানা! । সাইবার হানার জেরে বহু উড়ান বাতিল, প্রচুর উড়ান বাতিল । ব্রাসেলস, বার্লিন বিমানবন্দরেও সাইবার হানার প্রভাব । 'কলিন্স এরোস্পেস' প্রযুক্তিতে সমস্যা, উড়ানে বিভ্রাট বহু বিমান পরিষেবা সংস্থাকে প্রযুক্তিগত সাহায্য করে 'কলিন্স এরোস্পেস' । প্রযুক্তিগত সমস্যায় বিমানবন্দরে ই-চেক ইনে সমস্যা ম্যানুয়াল চেকিংয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা


















