Mamata Banerjee: "কর্মীরা সাইকেলে, বিধায়করা হেঁটে, সাংসদরা রিক্সা করে অনুষ্ঠানে জনসংযোগ করবেন", জানিয়ে দিলেন মমতা
একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "৯ অগাস্ট, বিশ্ব আদিবাসী দিবসে, সব জায়গায় আদিবাসীদের ..ওই দিন মহরম, ১০-১১টার মধ্যে অনুষ্ঠান করতে হবে। ওই দাবি ভারত ছাড়োর দিন। মহরমের মিছিলের সঙ্গে কোনও সম্যসা যেন না হয়। ১৪ অগাস্ট, ফ্রিডম অ্যাড মিড নাইট, সাংস্কৃতিক গান করুন। ১৫ অগাস্ট, স্বাধীনতার যোদ্ধাদের শ্রদ্ধা জানান। ২৯ অগাস্ট..ছাত্র পরিষদ। ২২ অগাস্ট, আমাদের মা দুর্গা, দুর্গাপুজো, ইউনেস্কোর হেরিটেজ, ব্লকে ব্লকে অনুষ্ঠান করবেন। কলকাতায় র্যালি করব। আপনারা ব্লকে ব্লকে করবেন। ২২ অগাস্ট কলকাতা পুলিশের মিটি, পুজোর মিটিং। সেপ্টেম্বর পুজো চলছে। ২ অক্টোবর গান্ধীজীর জন্মদিন। এরপর পরের অনুষ্ঠান দল তৈরি করে কীভাবে মানুষের কাছে যাবেন, কাজ করবেন তা বলে দেওয়া হবে। আমি চাই কর্মীরা সাইকেল নিয়ে ঘুরবেন। বিধায়করা হেটে ঘুরবে। সাংসদরা রিক্স করে ঘুরবেন।





ট্রেন্ডিং
সেরা শিরোনাম
