Manipal Hospital Exhibition: চিকিৎসকদের ক্যামেরাবন্দি করা ছবি নিয়ে মণিপাল হাসপাতালে অভিনব প্রদর্শনী
ABP Ananda Live: কেউ এঁকেছেন, কেউ বেড়াতে গিয়ে মুহূর্তকে ক্য়ামেরাবন্দি করেছেন। চিকিৎসকদের আঁকা, ক্যামেরাবন্দি করা ছবি নিয়ে মণিপাল হাসপাতালের উদ্যোগে অভিনব প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩১ জুলাই পর্যন্ত। ক্য়ানভাসে পাড়ার মোড়ের ছোট্ট একটা বইয়ের দোকান...কোথাও ফ্রেম জুড়ে রয়েছেন বাঘমামা...কোথাও আবার গ্রিস, কেনিয়ার বেড়াতে যাওয়ার স্মৃতি...! কোনওটা আঁকা, কোনওটা ক্য়ামেরা বন্দি। সাদা পোশাকে যাঁদের মৃত্যুমুখ থেকে জীবনে ফেরানোর লড়াই সারাদিন...তাঁরা যে এমন সাদা ক্যানভাসে লাল, নীল, সবুজের ছটায় গল্প বুনতেও পারেন...! তাঁদের এক ক্লিকে ধরা দেয় সেরা ফ্রেম...তা আর কে জানত?
মণিপাল হাসপাতালের উদ্যোগে চিকিৎসকদের অভিনব প্রদর্শনী। কেউ এঁকেছেন, কেউ বেড়াতে গিয়ে মুহূর্তকে ক্য়ামেরাবন্দি করেছেন। মুকুন্দপুরের মণিপাল হাসপাতালে শনিবার দুপুরে আয়োজন করা হয় এই প্রদর্শনীর। কঠিন অসুখের সঙ্গে নিত্য অসম লড়াই। রোগীকে সুস্থ করে প্রিয়জনের মুখের হাসিতেই রোজ ভরে ওঠে তাঁদের জীবনের ক্যানভাস। সেই চিকিৎসকদেরই অন্য ভূমিকায় দেখা মিলল শনিবার। এই প্রদর্শনী চলবে ৩১ জুলাই পর্যন্ত।