Mohan Bhagwat: 'মণিপুরকে অগ্রাধিকার দিতে হবে, হিংসা থামাতে হবে', মোদি-সরকারকে বার্তা RSS প্রধানের
ABP Ananda LIVE: মোদি-মন্ত্রিসভায় মন্ত্রক বণ্টনের মুহূর্তেই মণিপুর নিয়ে বার্তা এল RSS প্রধানের। 'মণিপুরকে অগ্রাধিকার দিতে হবে, হিংসা থামাতে হবে' বলে নবগঠিত NDA- সরকারের উদ্দেশে বার্তা পাঠালেন মোহন ভাগবত। দীর্ঘদিন ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এবার লোকসভা ভোটের অন্যতম ইস্যুও ছিল উত্তর-পূর্বের এই রাজ্যের অশান্তি। যা নিয়ে কার্য মোদি সরকারকে বিঁধতে ছাড়েনি কোনও বিরোধী দলই। এমনকী এই রাজ্য থেকেই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করেছিলেন রাহুল গান্ধী। তার ফলও পেয়েছে কংগ্রেস। এবার ভোটে মণিপুরের দু'টি আসনেই জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থীরা। এই পরিস্থিতিতে বার্তা এল আরএসএস প্রধানের।
আজই মণিপুর পুলিশের একটি দল জিরিবাম গিয়েছিল। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পরিদর্শনের প্রস্তুতি খতিয়ে দেখতে। তবে এখনও দিল্লি থেকে ইম্ফলে ফেরেননি মুখ্যমন্ত্রী। তাঁর সফরের আগে, একটি 'অ্যাডভান্সড সিকিউরিটি কনভয়' সেখানে যাচ্ছিল। সেই কনভয়ের উপরই দেদার গুলি ছুড়তে শুরু করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ঘটনায় গাড়ির চালক-সহ দুই পুলিশ কর্মী জখন হন। মঙ্গলবার হিংসা-বিধ্বস্ত ওই এলাকায় পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।